প্রতিনিধি ২৯ জুলাই ২০২২ , ১০:৪৭:১৬ প্রিন্ট সংস্করণ
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল হালিমের প্রথম মৃত্যুবার্ষিকী।
তিনি গত বছরের এই দিনে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার সাফলকুড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম এ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল হালিম ভূঞাপুর উপজেলা পরিষদের দুই দুই বারের চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি, টাঙ্গাইল জেলা বার সমিতি’র সাবেক সভাপতি ও টাংগাইল জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোরবান আলী তালুকদার
মোবাইল: ০১৭২২-৮৭৯৫৯১
তারিখ: ২৯-০৭-২০২২ ইং