প্রতিনিধি ২৯ জুলাই ২০২২ , ১২:২৩:০৪ প্রিন্ট সংস্করণ
কোরবান আলী তালুকদার:
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে (২৩-২৯ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার গোবিন্দাসী ঘাটে মাছের বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ আলম আকন্দ শাপলা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোঃ হাবিবুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্ষেত্র সহকারী মোঃ শাহজাহান মিয়া, গাবসারা ইউপি সদস্য মোঃ আব্দুল আলীম, মোঃ লাল মিয়া, সাংবাদিক কোরবান আলী তালুকদার, উপজেলা মৎস প্রতিনিধি মুক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ.টি.এম সামসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইউনুছ আলী।