প্রতিনিধি ১৮ জুলাই ২০২২ , ৮:১০:৩৮ প্রিন্ট সংস্করণ
আত্রাই উপজেলা প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে ধর্ষন মামলায় ১, মাদক মামলায় ২ ও ওয়ারেন্টভুক্ত ৪জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত্রে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেকে আটক করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন, নারী শিশু মামলায় উপজেলার বিলগলিয়া এলাকার আয়েজ মোল্লার ছেলে কামরুজ্জামান(২৩)। ভরতেতুলিয়া গ্ৰামের ইন্তাজ আলীর ছেলে ইখতেয়ার আল বিলাস (২৫)কে ১০ পিছ ইয়াবাসহ আটক, শুটকী গাছা এলাকার মৃত কাশেমের ছেলে বেলাল (৪৫)।
ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন, সন্যাসবাড়ী এলাকার আবুল কালামের ছেলে রেজাউল (২৮), হাটকালু পাড়া এলাকার আঃ সামাদের ছেলে শাহীন, কাশবপাড়া এলাকার খোদা বক্সের স্ত্রী রিতা বেগম (৩০) ও একই এলাকার মৃত সুকচানের ছেলে এন্তাজ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেকুর রহমান বলেন, আটক হওয়া ওই ৭জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।