প্রতিনিধি ৯ জুলাই ২০২২ , ৮:৪৮:১৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ আজহাকে কেন্দ্র অতিরিক্ত পারাপারে গতবারের রেকর্ড ভেঙে টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত দেশের দ্বিতীয় বৃহৎ বঙ্গবন্ধু সেতু দিয়ে আবারো নতুন রেকর্ড পরিমাণ টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।
এতে শুক্রবার (৮ জুলাই) সকাল ৬ টা থেকে শনিবার (৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতু পূর্ব ও পশ্চিম পাড়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। এতে সেতুতে মোট পরিবহন পারাপার হয়েছে ৪১ হাজার ৮১৭টি।
তারমধ্য বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২টি পরিবহন। টোল আদায় হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। সেতুর পশ্চিমে টোল প্লাজা অতিক্রম করেছে ১২ হাজার ৮৭৮টি পরিবহন। এতে ১ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা আদায় হয়েছে।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী এ বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু সেতুতে আবারও টোলে রেকর্ড হয়েছে। মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। গেল ২৪ ঘন্টায় সেতুতে সব্বোর্চ টোল আদায় হয়ে
এছাড়া বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল হতে শুক্রবার (৮ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২ পাড়ে টোল আদায় হয়েছিল ৩ কোটি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এতে পরিবহন পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫টি।
প্রসঙ্গত প্রকাশ, এর আগে ঈদুল ফিতরে গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ হাজার ২৭৪টি পরিবহন পারপারের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৯ লাখ ৭ হাজার ২০০টাকা।